৩ হাজার ক্লাবে নাম লিখিয়ে তামিমকে টপকে শীর্ষে মুশফিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম।

বিপিএলের দশম আসরের অষ্টম ম্যাচে আজ ফরচুন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বরিশালের হয়ে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

এ ম্যাচের আগে মুশফিকের বিপিএল পরিসংখ্যান ছিল ১০৭ ম্যাচে ২ হাজার ৯৭৬ রান। ৩ হাজার ক্লাবে নাম লেখাতে ২৪ রান দরকার ছিল মুশফিকের। বরিশাল ইনিংসে ১২তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে বিপিএলে ৩ হাজার রান পূর্ণ করেন মুশফিক।

গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন তামিম। ৩ হাজার ক্লাবে না লিখিয়েই তামিমকে টপকে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক। ৯২ ম্যাচের ৯১ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে তামিমের রান ৩০২৪। ১১৪ ম্যাচের ১০৮ ইনিংসে ২০টি হাফ-সেঞ্চুরিতে ৩০৩৮ রানের মালিক মুশফিক।

মাইলফলকের ম্যাচে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন মুশফিক।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ