সাউথ আফ্রিকায় বাংলাদেশের নতুন ইতিহাস : হাজী মোঃ জসিম উদ্দিনের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেট দলের সাউথ আফ্রিকা বিজয়ে জাতীয় ক্রীড়া সংস্থা, ইটালির সভাপতি ও স্বদেশ-বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
সাউথ আফ্রিকায় বাংলাদেশ দলের প্রথম সিরিজ জয় আনন্দ প্রকাশ করেন জনাব জসিম উদ্দিন।


প্রথমবারের মতো সাউথ আফ্রিকাকে পরাজিত করে সিরিজ জয় করে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ প্লেয়ার অফ দ্যা ম্যাচ এবং সিরিজ অফ দা টুর্নামেন্ট হওয়ায় জসীম উদ্দীন তাকেও আলাদাভাবে অভিনন্দন জানান। এছাড়া ওডিআই পয়েন্ট তালিকা বাংলাদেশ শীর্ষস্থান দখল করায় ক্যাপ্টেন তামিম ইকবালেরও প্রশংসা করেন স্বদেশ-বিদেশ পত্রিকার চেয়ারম্যান জসিম।


তিনি বলেন, বাংলাদেশ দলের সফরকালে দুটি টেস্ট সিরিজেও বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ দলের অভিভাবক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপিও সাউথ আফ্রিকা বিজয়ে অভিনন্দন জানান তিনি। বলেন, নাজমুল হাসান পাপন বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। তার দক্ষ পরিচালনায় বিশ্ব দরবারে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়ছে এই ক্রিকেটের মাধ্যমে।

ইতালিতেও ফুটবল ব্যাডমিন্টন ক্রিকেটসহ অনলাইন খেলাধুলার আয়োজন করবে জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি-এ কথাও ঘোষণা করেন আজকের এই আনন্দের দিনে।
বিগত ২০ বছরের মধ্যে সাউথ আফ্রিকার মাটিতে তাদেরকে সিরিজের প্রথম খেলায় পরাজিত এবং শেষ খেলায় পরাজিত করে বাংলাদেশ ক্রিকেট দল নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই ধারাবাহিকতা বাংলাদেশ দল অব্যাহত রাখবে বলেও মনে করেন তিনি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ