শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন শিক্ষক অনুপস্থিতির তালিকা চেয়েছে মাউশি

ক্লাসে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে সতর্ক করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়েছে মাউশি। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন শিক্ষক অনুপস্থিতির তালিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অননুমোদিতভাবে যেসব শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকবেন, তাদের তালিকা স্কুল কর্তৃপক্ষকে মাউশির কাছে প্রতিদিন পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে অনড় ঢাকায় আন্দোলনরত শিক্ষকরা। অবস্থানের দ্বাদশ দিন গভর্নিং বডিকে নজরদারির এ নির্দেশ দেওয়া হয়।

‘কোনো একজনের’ সঙ্গে বৈঠকের আশায় বিদ্যালয়ে তালা দিয়ে গত ১১ জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন কয়েকশ শিক্ষক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে গত ১৮ জুলাই অনুপস্থিতির বিষয়ে সতর্ক করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি চিঠি পাঠিয়েছিল মাউশি। ওই চিঠিতে তাদের ক্লাসে ফিরতে বলা হয়েছিল।

‘কতিপয় শিক্ষকের কার্যক্রমে’ হতাশা প্রকাশ করে পাঁচটি নির্দেশনা দিয়ে সবাইকে ‘দায়িত্বশীল আচরণ’ করতে বলা হয় সেখানে। এছাড়া কোন প্রতিষ্ঠানে কতজন শিক্ষক অনুপস্থিত আছেন তা তদারকি করতে মাউশির পক্ষ থেকে স্কুলের গভর্নিং বডি এবং স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

ছুটি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার অভিযোগে দেশের বিভিন্ন স্কুলের ৩৪ জন শিক্ষককে আরেকটি কারণ দর্শানোর চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের মাউশির ওই চিঠির জবাব দিতে বলা হয়েছে।

অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর চিঠি পাওয়া শিক্ষকদের যার যার শিক্ষা অফিসে উপস্থিত থেকে অনুপস্থিত থাকার বিষয়ে ‘সুস্পষ্ট’ জবাব দিতে হবে। এছাড়া অননুমোদিতভাবে যেসব শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকবেন, তাদের তালিকাও স্কুল কর্তৃপক্ষকে মাউশির কাছে প্রতিদিন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষকদের আন্দোলনের মধ্যে মাউশি এ পদক্ষেপ নিল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ