অস্ট্রেলিয়ার কাছে আইসিসির যেসব ট্রফি হারে ভারত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি ট্রফি হাতছাড়া করে ভারত।

২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬০ রানের টার্গেট তাড়ায় সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত হেরে যায় ১২৫ রানে।

সেই হারের ২০ বছর পর অস্ট্রেলিয়াকে ফাইনালে পেয়েও গত নভেম্বরে প্রতিশোধ নিতে পারেনি ভারত। ঘরের মাঠে ভারতকে ফের হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট বিশ্বকাপের মতো গত বছরের জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। সেই হারের আট মাসের ব্যবধানে আজ আরও একটি আইসিসি ট্রফিতে ভারতকে হারাল অস্ট্রেলিয়া। এবার হারল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।

তবে ২০১২ সালে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারায় ভারতীয় যুব দল। সেই হারের ১২ বছর পর আজ প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া অনূধর্ব্ব-১৯ দল।

এ নিয়ে ক্রিকেট বিশ্বকাপে দুইবার, টেস্টে চ্যাম্পিয়নশিপে একবার এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে একবার হারাল অস্ট্রেলিয়া।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত ৮ আসরের ফাইনালে একবারও দেখা হয়নি ভারত-অস্ট্রেলিয়ার। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে। আসন্ন আসরে ভারতের সঙ্গে ফাইনালে দেখা হয়েও যেতে পারে অস্ট্রেলিয়ার!

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ