অঘোষিত ‘ফাইনাল’ বাংলাদেশ-শ্রীলংকা সম্ভাব্য একাদশ

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় দাপুটে জয় পায় স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে শ্রীলংকা।

আগামীকাল সোমবার সিরিজের শেষ এবং অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। এই ম্যাচে যারা জিতবে তাদের সিরিজ নিশ্চিত হবে।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় শ্রীলংকা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে চায় টাইগাররা।

আগামীকাল সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

অতীতে বাংলাদেশ-শ্রীলংকা ৫৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ মাত্র ১১টিতে জয় লাভ করে। ৪৩টিতে জয় পায় শ্রীলংকা। দুটি ম্যাচে কোনো ফল হয়নি।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েলালেজ, মহেশ প্রমোদ কুমার ও লা থিক্সানা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on print
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ