বাংলাদেশ সিরিজের টেস্ট ও টি-২০ দল দিল আয়ারল্যান্ড

নভেম্বরে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-২০ খেলবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।

টেস্ট দলে নতুন পাঁচ ক্রিকেটার ডেকেছে আয়ারল্যান্ড। দলটির নেতৃত্ব দেবেন আন্দ্রে বালবির্নি। সব ঠিক থাকলে আইরিশদের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম।

আয়ারল্যান্ডের টি-২০ দলের নেতৃত্ব দেবেন পল র্স্টালিং। ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরতে না পারলেও ফিটনেস টেস্টে পাস করা সাপেক্ষে টি-২০ দলে রাখা হয়েছে মার্ক এডায়ারকে।

বাংলাদেশ ও আয়ারল্যান্ড ১১ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলবে। দ্বিতীয় টেস্টটি ঢাকায় ১৯ নভেম্বর মাঠে গড়াবে। সিরিজের প্রথম দুই টি-২০ চট্টগ্রামে মাঠে গড়াবে। শেষটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

আয়ারল্যান্ডের টেস্ট দল: আন্দ্রে বালবির্নি (অধিনায়ক), কার্টুস ক্যাম্পার, কেডে কারমাইকেল, স্টিফেন দোহানি, গাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রাইস, আন্দ্রে ম্যাকব্রিনি, বেরি ম্যাককার্টি, লিয়াম ম্যাককার্টি, পল র্স্টালিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।

আয়ারল্যান্ডের টি-২০ দল: পল র্স্টালিং (অধিনায়ক), মার্ক এডায়ার, রস এডায়ার, বেন কার্টিজ, কার্টুস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রাইস, জস লিটিল, বেরি ম্যাককার্টি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ