ছেলে শেহজাদ খান বীর ও প্রাক্তন স্ত্রী শবনম বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ক’দিন আগে সেখানে তাদের তিনজনের সময় কাটানোর ছবি প্রকাশ করে রীতিমত হইচই ফেলেছিলেন শবনম বুবলী। শাকিবের ফেসবুক স্টোরিতে ভেসে উঠলো বড় ছেলে আব্রাহাম খান জয়ের ছবি।
ছোট ছেলে শেহজাদ খান বীর এ সময়টায় কাছে থাকলেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে কাছে না পাওয়া লুকাতে পারেননি শাকিব। ফেসবুক স্টোরিতে জয়ের একটি ছবি শেয়ার করে শাকিব লিখলেন, ‘মিস ইউ পাপা’।
এদিকে গতকাল নিজের ফেসবুক পেজের একটি স্টোরিতে শাকিব খান জানিয়েছেন, বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছোটাছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং বড় কিছু ঘটার অপেক্ষা।
শাকিব খান আরও উল্লেখ করেন, শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছেন তিনি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।
প্রসঙ্গত, চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে ফিরবেন শাকিব খান। ফিরে এসেই নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি।