চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে নির্বিঘ্নে পুলিশের সামনে দিয়ে গেল যুবক

রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি প্রদর্শন করে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছিনতাইয়ের এ ঘটনায় পুলিশ সদস্যদের উপস্থিতিও দৃশ্যমান ছিল। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে এবং তারা তদন্ত শুরু করেছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর ধানমন্ডির কলাবাগান বাস টার্মিনালের অদূরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। তবে এখনো পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় এসে অভিযোগ দায়ের করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক যুবককে চাপাতি দিয়ে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি। একপর্যায়ে তিনি জোরপূর্বক ব্যাগটি ছিনিয়ে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। ঘটনার সময় পাশে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। তবে তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি।

ছিনতাইয়ের সময় আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ এগিয়ে আসেননি। ঘটনাটি ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সব ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ