২৬ নভেম্বর বলনিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন: প্রধান অতিথি হাজী ইদ্রিস ফরাজী, প্রধান বক্তা হাসান ইকবাল

ডেস্ক রিপোর্ট: ইতালির অন্যতম নগরী বলোনিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২৬ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতালি আওয়ামীলীগের সভাপতি, ইউরোপের পরিচ্ছন্ন নেতা হিসেবে স্বীকৃত হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী এবং প্রধান বক্তা থাকবেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত হাসান ইকবাল।
রোববার বিকাল ৪টায় শুরু হবে এই সম্মেলন। বলোনিয়া আওয়ামী লীগের এই সম্মেলনে ইতালি আওয়ামীলীগের সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,অন্যান্য সম্পাদক এবং কার্যকরী পরিষদের সদস্যসহ বিপুল সংখ্যক নেতাকর্মী বাস ভাড়া করে বলোনিয়া যাবেন। এছাড়া ইতালির অন্যান্য প্রদেশ থেকেও দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলোনিয়া আওয়ামী লীগের বর্ণাঢ্য এই ত্রিবার্ষিক সম্মেলনে।
ভিয়ালে কাবিনা-৪ নম্বরের হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ইটালি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমডি রিয়াজ হোসেন জানান, দেশ-বিদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় ইটালি আওয়ামীলীগের করনীয় নির্ধারণ হবে এই সম্মেলনে। দলের সভাপতি সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলোনিয়া আওয়ামী লীগের এই ত্রিবার্ষিক সম্মেলনে। সম্মেলনকে ঘিরে বলোনিয়া শহরে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও জানান রিয়াজ হোসেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ