ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম: ইটালি আওয়ামীলীগের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: শনিবার অনুষ্ঠিত ফিনল্যান্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সালেহ আহমেদ সভাপতি এবং মাইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ অন্যান্যরা।ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ
ইউরোপের বিভিন্ন দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে নতুন সভাপতি সাধারণ সম্পাদককে ফুলের শুভেচ্ছা জানান, ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মামুন, সাংগঠনিক সম্পাদক কমরেড খন্দকারসহ আরো অনেকে।
এক প্রতিক্রিয়ায় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচি করতে ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করতে হবে। দেশ-বিদেশের নানা ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। ফিনল্যান্ড থেকে হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের প্রতিনিধি দল রোববার বিকালে এসে পৌঁছান।আগামী ২৬ নভেম্বর রোববার বলোনিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনেও অংশগ্রহণ করবেন ইটালি আওয়ামীলীগের শীর্ষ নেতাসহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী। ওই দিন বিকাল চারটায় বলে নেয়ার একটি হলে বর্ণাঢ্য এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ