ইউক্রেনে ১০ শতাংশ রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া ১০ শতাংশেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন।  মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর ইয়েনি সাফাকের।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর ১০ শতাংশ রুশ সেনা নিহত হয়েছেন। বেলারুশ ও পশ্চিম রাশিয়ায় থেকে সেনারা হামলা চালাচ্ছে।

ক্রেমলিন ঘনিষ্ট একটি ট্যাবলয়েড সোমবার এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী ৯৮৬১ রাশিয়ানের মৃত্যু হয়েছে ইউক্রেন যুদ্ধে। আহত হয়েছেন ১৬ হাজার ১৫৩ জন।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের সঠিক পরিসংখ্যান প্রচার করতে নারাজ। মার্চের শুরুর দিকে ৪৯৮ সেনা নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। তবে ইউক্রেনের দাবি তাদের প্রতিরোধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন জেনারেলও রয়েছেন।

পেন্টাগন জানিয়েছে, রুশ সেনারা ইউক্রেনে লজিস্টিক সমস্যায় জর্জরিত।  জ্বালানি পরিবহণ, খাদ্য ও ইউক্রেনে সেনা পাঠানোর চ্যালেঞ্জের মুখে পড়েছে মস্কো।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ