সম্পর্কে ঝগড়া-বিবাদ থাকবে এটাই স্বাভাবিক। তবে অনেকেই আছেন,হাজার খারাপ লাগলেও মুখে কিছু বলতে পারেন না। তবে ধীরে ধীরে সঙ্গীর থেকে নিজেকে সরিয়ে নেন। একসঙ্গে থেকেও তাদের মধ্যে থাকে দুরত্ব। কিছু কিছু লক্ষণ আছে যা দেখলে সহজেই বুঝবেন সঙ্গী আপনার সঙ্গে খুশী নেই। যেমন-
১. আগে হয়তো অনেক ছোট ছোট কথা আপনার সঙ্গে শেয়ার করতেন সঙ্গী। যদি দেখেন, এখন আর করছেন না বা আপনার সমস্যার কথা শুনলেও, নিজের কিছুই আর জানাচ্ছেন না, তাহলে বুঝবেন মানসিকভাবে অনেকটা দূরে চলে গিয়েছেন তিনি।
২. মানসিকভাবে দূরত্ব তৈরি হলে কোনো ধরনের আবেগ আর সঙ্গীকে স্পর্শ করবে না। একসঙ্গে হয়তো থাকবেন,কিন্তু মানসিকভাবে তিনি সঙ্গীর থেকে অনেক দূরে চলে যাবেন । আপনি রাগ দেখান বা ভালোবেসে কাছে টেনে নিন, আগের মতো প্রতিক্রিয়া আর পাবেন না।
৩. হঠাৎ করেই আপনার খোঁজখবর নেওয়া বন্ধ করলে বুঝবেন সম্পর্কে ফাটল ধরেছে।
৪. ছোট-বড় সব বিষয়ে মতানৈক্য তৈরি হলেও বুঝবেন আপনাদের সম্পর্ক আর আগের মতো নেই। দিনের পর দিন নিজেদের মধ্যেকার কথা অসমাপ্ত থাকলে দুজনের মধ্যেই বিরক্তির ছাপ স্পষ্ট হয়। ফলে ছোটোখাটো বিষয়েও কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয়।
৫. দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে অনিহা প্রকাশ করলেও বুঝতে হবে সঙ্গী মানসিকভাবে অনেকটা দূরে সরে গিয়েছে।
৬. সঙ্গী যদি হঠাৎ করে গোপনীয়তা বাড়াতে শুরু করেন তাহলে বুঝতে হবে তিনি আপনার সঙ্গে ভালো নেই।