দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলাকালে খুলনায় ছয় জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় মহানগরীর গোলকমনি পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবির মহানগর সাধারণ সম্পদাক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোজ রায়, মো. রাসেল ও কিংসুক।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে।