৭ই মার্চের ১৮ মিনিটের ভাষণেই জাতির মুক্তির নির্দেশনা ছিল: মিতা- রত্না

ডেস্ক রিপোর্ট: জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চকে স্মরণ করে ইতালি মহিলা আওয়ামীলীগের দুই নেত্রী
নিগার সুলতানা মিতা ও সাবিকুন নাহার রত্না এক বিবৃতিতে বলেছেন, ১৯৭১ সালের ৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে ১৮ মিনিটের যে ভাষণ দিয়েছিলেন, তাতেই জাতির মুক্তির নির্দেশনা ছিল। সেই ভাষণে ছিল যুদ্ধের প্রস্তুতি নেবার ঘোষণাও। মূলত ওই ভাষণের মধ্য দিয়ে গোটা জাতি স্বাধীনতা আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন।
ইতালি প্রবাসী বঙ্গবন্ধুর আদর্শের নারীদের
ঐক্যবদ্ধ করে নতুনভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান এই দুই নেত্রী। বলেন, স্বাধীনতা বিরোধীচক্র দেশের বিরুদ্ধে এখনো চক্রান্ত অব্যাহত রেখেছে। দেশে-বিদেশে পরিচালিত নানা অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য নারীদের প্রতি আহ্বান জানান তারা। বলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা
মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে আমরা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে চাই। ভূমিকা রাখতে চাই দেশের উন্নয়নে। রোম প্রবাসী মুজিব আদর্শের সকল নারীদের আজকের দিনে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ