হায়দরাবাদে উড়ে গেল বেঙ্গালুরু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে শনিবার রাতে দুরন্ত রূপে দেখা গেল সানরাইজার্স হায়দরাবাদকে। আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু ব্যাপক কাপাকাপি করে করতে পারল মাত্র ৬৮ রান।

প্রায় চার ওভার বাকি থাকতে অল আউট। জবাবে সানরাইজার্স হায়দরাবাদ লক্ষ্যে পৌছায় ১২ ওভার হাতে রেখে। উইকেট পতন একটি। ৯ উইকেটের দারুণ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে হায়দরাবাদ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে তেমন বেগ পেতে হয়নি হায়দরাবাদকে। উদ্বোধনী জুটিতেই অভিষেক শর্মা ও অধিনায়ক কেন উইলিয়ামসন যোগ করেন ৬৪ রান। ২৮ বলে আট চার ও এক ছক্কায় ব্যক্তিগত ৪৭ রানে শর্মা বিদায় নিলেও রাহুল থাপ্পাকে সাথে নিয়ে জয়ের কাজ সারেন উইলিয়ামসন।

১৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। তিন বলে সাত রান করেন রাহুল।

এর আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদের বোলিং তোপে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই অঙ্কের রানে যেতে পেরেছেন মাত্র দুজন। শুয়েস ১৫ ও ম্যাক্সওয়েল করেন ১২ রান।

বাকিদের রান ছিল দশের নিচে। বল হাতে হায়দরাবাদের হয়ে তিনটি করে উইকেট নেন জানসেন ও নটরাজন। জগদেশা দুটি, ভুবনেশ্বর ও উমরান মালিক ১টি করে উইকেট নেন।

সাত ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে হায়দারাবাদ। সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট টাইটান্স।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ