হাসপাতালে কাতরাচ্ছে প্রথম শ্রেণি পড়ুয়া ধর্ষণের শিকার শিশু

গাইবান্ধার পলাশবাড়িতে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযোগে বলা হয়, ঈদের নতুন জামা দেয়ার কথা বলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায় আকাশ নামে এক যুবক। আজ শুক্রবার শিশুটির মা বাদী হয়ে পলাশবাড়ি থানায় আকাশের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিশুটিকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

শিশুটিকে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক। পলাশবাড়ি থানার ওসি মাসুদ রানা জানান, পলাশবাড়ি পৌর এলাকায় মন্টু মিয়ার বখাটে ছেলে আকাশ বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঈদের নতুন জামা কিনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায় শিশুটিকে। তারপর নির্জন বাড়ির একটি ঘরে ধর্ষণ করে। এতে শিশুটির অনেক রক্তক্ষরণ হয়। ছাড়া পেয়ে শিশুটি তার বাড়িতে এসে ঘটনা খুলে বলে

শিশুটির বাবা প্রথমে পলাশবাড়ি হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ