দৃশ্যম খ্যাত ভারতের তামিল অভিনেত্রী মীনার স্বামী বিদ্যাসাগর আর নেই। চেন্নাইয়ে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যাসাগর ফুসফুসে নানা ধরনের সংক্রমণ ও জটিলতা নিয়ে কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন।
২০০৯ সালে অভিনেত্রী মীনার সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির নয়নিকা নামের একটি কন্যাসন্তান রয়েছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন মীনা। কাজ করেছেন দক্ষিণ ভারতের বহু সুপারস্টারের সঙ্গে। বহু হিট সিনেমাও উপহার দিয়েছেন তিনি।
মালয়লাম সিনেমা ‘দৃশ্যম ১’ ও ‘দৃশ্যম ২’তে অভিনয় করে বেশি খ্যাতি পেয়েছেন মীনা। তাকে শেষবার দেখা গেছে তেলেগু সিনেমা ‘সান অব ইন্ডিয়া’তে। তার মেয়ে নয়নিকাও অভিনয় জগতে আত্মপ্রকাশ করছে। সুপারহিট দক্ষিণী সিনেমা ‘থেরি’তে কাজ করেছে নয়নিকা।