মালিক মনজুর বিশেষ প্রতিনিধি,ইতালি : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করে দিবসটি পালন করেছে ইতালি আওয়ামীলীগ তোরিনো শাখা। সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে তোরিনো আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে তোরিনো আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইব্রাহিম শিকদারের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন তোরিনো বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিলন মিয়া ,তোরিনো আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি পেদা ,তোরিনো আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর সরকার , যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডালি ,সাংগঠনিক সম্পাদক সুহেল মুল্লা ,সহ সভাপতি লিটন মুন্সী ,সহ সভাপতি জসিম সর্দার ,দপ্তর সম্পাদক মুরাদ হোসেন ,সহ প্রচার সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। সভায় তোরিনো আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও তোরিনোর বিভিন্ন আঞ্চলিক সমিতি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
