জিয়াউল হক ঝুমন ,মাদ্রিদ থেকে:
স্পেনে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেন স্পেন কমিউনিটির বিশিষ্ট নেতা ও নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের সভাপতি একরামুজ্জামান কিরণ | মাদ্রিদের মাইশা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলে অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সহ সভাপতি সেলিম আলম( এনটিভি ইউরোপ),সাধারণ সম্পাদক বকুল খান(ডি বি সি ),সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন রাজী ,প্রচার সম্পাদক সাইফুল আমিন ,(সময় টিভি),সদস্য জিয়াউল ৎহক জুমন (প্রথম আলো ) ,স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ (নিউজ ২৪) ,সদস্য কবির আল মাহমুদ (বাংলা টিভি ),মোঃ সিদ্দিকুর রহমান (এ টি এন বাংলা ইউরোপ )
একরামুজ্জামান কিরণ বলেন ,স্পেনের সাংবাদিকদের কর্মযজ্ঞের কারণে স্পেন কমিউনিটি ইউরোপের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে |তাদের মেধা ও যোগ্যতা দিয়ে কমিউনিটিকে আলোকিত করতে সহায়ক ভূমিকা পালন করেছে |স্পেনে কর্মরত সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন |
