বার্সেলোনা থেকে জেবুন্নেছা জেবূ:
মানুষ ভালবাসার প্রতিশ্রুতি সহ সেবার কর্মসুচির নিয়ে বার্সেলোনা সুনোটেল সেন্ট্রাল পাঁচ তারকা হোটেল লবিতে স্টেইজ ফর ইউথ ফাউন্ডেশন বার্সেলোনার জাকজমক পূর্ন অভিষেক অনুষ্টিত হয়।প্রথম পর্বে শাহাদাত হোসেন ও মাসুদা পারভিন মুন্নি পাখির যৌথ পরিচালনায় অনুষ্টান এ সভাপতিত্ব করেন নুরে আমিন টুকন।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সংগঠনের প্রতিষ্টাতা সেন্ট্রাল কমিটির সভাপতি ইলিয়াছ হোসাইন।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কনসুলার অব বাংলাদেশ বার্সেলোনার কন্সুলেট সিনিয়র রামন পেদ্রো ও মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেছা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,শাহ আলম স্বাধীন,জাহাঙ্গীর আলম,মেহেতা হক
জানু,শফিকুল ইসলাম স্বপন, মহিউদ্দিন হারুন জাফর আজাদসহ আরো অনেকে।
লিখিত বক্তব্য পাঠ করেন শারমিন আহমেদ রিতা।
প্রধান অতিথি তার বক্তব্যে দেশ গঠনে যুবকদের ভুমিকা তুলে ধরেন।দেশের জন্য নিবেদিত তার সংগঠনের ১০ হাজার সক্রিয় সদস্যের কথা তুলে ধরে বলেন, দেশ গঠনে যুবকরাই প্রকৃত শক্তি।সিনিয়র রামন পেদ্রো তার নিজস্ব ভাষায় বারসেলোনায় বসবাসকারী
বাংলাদেশী যুবকদের ভূয়সী প্রসংশা করেন।
মুক্তিযাদ্ধা আলাউদ্দিন হক নেছা ৭০ দশক এবং ৭১এর স্মৃতিচারন করে বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন সহ
মুক্তি যুদ্ধে যুবকদের ভুমিকা আকাশচুম্বী।
অনুষ্ঠানে অতিথিদের পরিচয় করিয়ে দেন পরিচালক
শাহাদাত হোসেন।৪১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাঙ্গ তালিকা:
সভাপতির নুরে আমিন টোকন,সহ সভাপতি মাসুদা পারভীন মুন্নি পাখি,জামিল হোসেন,আল আমিন,সাধারন সম্পাদক আজহারুল ইসলাম,
যুগ্ন সাধারন সম্পাদক শারমিন আহমেদ রিতা, মারুফ আলী,আশেক এ আরমান নাদিম,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গাজী আনোয়ার হোসেন রাজু,নাহিদা আরফিন মৃধা মৌসুমী,তানভীর আহমেদ বিপু,অন্বেষা শিবা,মোস্তাক আলী,সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল চোকদার,অহনা দিবা,প্রচার সম্পাদক সুমন দেওয়ান,রবিউল শাহ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাকি আক্তার,দীপ্তি জাহান,
হিমেল আহমেদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক রিফা আক্তার,শিউলি আক্তার,
দপ্তর সম্পাদক বিকাশ দাশ রবিন,আইন বিষয়ক সম্পাদক শফিউল হক রাজন,সোহেল চোকদার,অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হক অংকুর,ক্রীড়া সম্পাদক রিয়াজ হাওলাদার,সদস্য মন্জু স্বপন,জিনাত শফিক,রাজন, নুরুল শরীফ,আরফিন,তানিয়া। আক্তার,সোনিয়া আক্তার,রূপা আক্তার,শুভ আলম,চন্দ্রিমা।উপদেষ্টা নার্গিস বেগম, মোঃ শাকের উল্লাহ,হাফিজুর রহমান
শাহ আলম স্বাধীন ।অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনা করেন নাছরিফা হক।দুই শিশু শিল্পীর একতারা হাতে নিয়ে বাংলার চির মমতার গান “সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী” গীতি নৃত্যে হল রোমের দৃশ্য পাল্টে দেয়।বার্সেলোনার নৃত্যশিল্পী
মৌসুমী,ফয়সাল ,
শিল্পী রাজু গাজী ,অহনা দিবার গানে মুগ্ধ করেন দর্শক শ্রোতাদের।
সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন এক হাতে সেবা অন্য হাতে সংগ্রাম,আমরা উড়াব পতাকা আমরা রাখিব মান।
