স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুলে পুরুষ্কার বিতরন

বার্সেলোনা থেকে জেবুন্নেছা:উৎসব মুখর পরিবেশে স্কুয়েলা রোবেনদারিও, রনদা সান পাও ৩৮ অডিটরিয়মে ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বার্সেলোনার একমাত্র বাংলা স্কুলে রেই দে মাগো কোলাবোরাসিয়ন লা কায়িক্সা ফাউন্ডেশন পুরস্কার বিতরন করে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে স্কুল কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ জুয়েল আহম্মদ ,জাহাঙ্গীর আলম,মাসুদা পারভিন।সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি নজরুল ইসলাম। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন কনসুলার অব বাংলাদেশ বার্সেলোনার
কন্সুলেট সিনিয়র রামন পেদ্রো,বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টরা সেলিয়া ও কমিটির সাবেক সভাপতি আওয়াল ইসলাম, উপদেষ্টা জাহান আরা জানু।্অন্যন্যদের মধ্যে উপস্তিত ছিলেন শফিকুর রহমান ,সাজিদ রহমান সোহেল,আফাজ জনি,জাফার হোসাইন,ফয়সাল আহমেদ,উজ্জল হাছান সহ সামাজিক , সাংগঠনিক ব্যক্তিবর্গ।
কোমল মতি ছাত্র ছাত্রী,শিক্ষক অভিবাবক ও স্কুল কমিটির নেতৃবন্দের সমন্বয়ে কেক কেটে আনুষ্টানকে প্রানবন্ত করে তোলেন অতিথিরা।এ সময় সাথে ছিলেন বার্সেলোনা বাংলা স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম,মাসুদা পারভিন,শাহানা ইয়াছমিন,জেরিকো স্পন্দন সহ অন্যান্যরা।
সিনিয়র রামন পেদ্রো তার সংক্ষিপ্ত বক্তব্যে মাতৃভাষার প্রতি অগাত ভালবাসার কথা উল্ল্যেখ করে বলেন প্রজন্মকে বাংলা শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য বার্সেলোনায় বাংলা ভাষাভাষীদের ঐকান্তিক পরিশ্রম সত্যিকার অর্থে প্রসংসার দাবি রাখে।তিনি বাংলা স্কুলসহ
স্কুল কমিটির ভূয়সী প্রশংসা করেন।
স্কুল কমিটির সভাপতি নজরুল ইসলাম তার বক্তব্যে বাংলা স্কুলের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, বার্সেলোনায় বসবাসকারী বাংলাদেশী শিশু কিশোরদের জন্য এই স্কুলের ভূমিকা অনশ্বীকার্য। বিদেশে বাংলা ভাষার প্রচার প্রসারে প্রজন্মের উত্তরসূরী হিসাবে কাজ করবে।শিশুদের উৎসাহ প্রদানে লা কায়িক্সা ফাউন্ডেশন এর ভুমিকার প্রশংসা করেন।
বাংলাকে ধরেছি প্রানে,বাংলা মোদের গানে গানে,
শিশু কিশোরদের প্রতি উৎসাহ মুলক বক্তব্য শেষে ছাত্রছাত্রীদের হাতে “রেই দে মাগো”কোলাবরাসিয়ন লা কয়িক্সা ফাউন্ডেশন পুরুষ্কার প্রদান করা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ