স্পেন বিএনপির কাউন্সিল:ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা

বকুল খান,স্পেন:স্পেন বিএনপি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কাউন্সিল।আগামী ৫ই জানুয়ারি অনুষ্ঠিতব্য কাউন্সিলকে ঘিরে স্পেন বিএনপির নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নমিশন দাখিলের শেষ দিন স্ব স্ব সমর্থক ও নেতা কর্মীদের নিয়ে কাউন্সিলের প্রার্থীরা মিছিল সহকারে কার্যালয়ে নমিশন দাখিল করেন।স্পেন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মনু ও সদস্য সচিব মাহবুবুর রহমান ঝন্টু মনোনয়ন জমা শেষে এক প্রেস ব্রিফিঙে বলেন , সুষ্ঠু সুশৃংখল সর্বোপরি একটি গ্রহণযোগ্য নির্বাচন আমাদের মূল লক্ষ্য।শুধু স্পেনের ইতিহাসে নয় ইউরোপে ইতিহাসে স্পেন বিএনপির কাউন্সিল দৃষ্টান্ত হয়ে থাকবে।গতকাল রাতের সন্ধ্যা সাতটা থেকে বারোটা পর্যন্ত সুপার ফাইভ এর প্রার্থীরা এসোসিয়েশনের হল রুমে প্রার্থীতা জমা দেন।এসময় উপস্থিত ছিলেন ,সহকারী কমিশনার এস এম মনির ,সাইয়েদ আহমেদ ও আকবর শেঠ।সুপার ফাইভে সভাপতি তিনজন ,সিনিয়র সহ সভাপতি দুইজন ,সাধারণ সম্পাদক۔ পদে দুইজন ,সিনিয়র যুগ্ম সম্পাদক পদে তিন জন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুইজন মনোয়ন জমা দেন।সভাপতি পদে মনোনয়ন দিয়েছেন জামাল উদ্দিন মনির, নূর হোসেন পাটোয়ারী ,আব্দুল মোতালেব বাবুল ,সাধারণ সম্পাদক পদে মনোয়ন জমা দিয়েছেন রমিজ উদ্দিন ও আবু জাফর রাসেল ,সিনিয়র শ্বশুরবাভাপতি পদে মনোনয়ন দিয়েছেন হেমায়েত খান ও মোরশেদ আলম তাহের ,সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন,জাকিরুল ইসলাম জাকি , কাজী জসীমউদ্দীন ,শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন, আব্দুল মতিন সুমন ও বিল্লাল হোসেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ