সৌরভের বায়োপিকে টলিউড অভিনেত্রী?

বিগত দুই-তিন বছর ধরেই দর্শকদের কৌতুহল, কবে দেখা যাবে সিনেপর্দায় সৌরভ গাঙ্গুলীর বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবনের গল্প। উৎকণ্ঠার যেন অন্ত নেই। তবে এরইমধ্যে ঘোষণা এসেছে, ‘প্রিন্স অব ক্যালকাটা’র চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। কিন্তু এরপর সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে শুরু হয় কৌতুহল, আলোচনা।

এর আগে সৌরভকন্যা সানা অবশ্য তৃপ্তি দিমরিকে ‘পর্দার মা’ হিসেবে পছন্দের কথা জানিয়েছিলেন। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার টুইস্ট!

সম্প্রতি কলকাতায় এসেছিলেন এই সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তিনি টলিউডের একটি সিনেমার সেটে হাজির হন। সেখান থেকেই জল্পনার সূত্রপাত, টলিপাড়ার তারকাদের সঙ্গে নাকি কাজ করতে চাইছেন মুকেশ।

টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে এসেছে।

ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বাইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। যদিও চূড়ান্তভাবে এখনও কিছু ঠিক হয়নি, তবে গুঞ্জনে সিলমোহর পড়ে কিনা, নজর সেদিকেই সবার।

বলা প্রয়োজন, সৌরভপত্নীর চেহারায় আদ্যোপান্ত বাঙালিয়ানার ছাপ। যার সঙ্গে তৃপ্তি দিমরির কোনও মিল নেই। আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে টলিপাড়ায় পদার্পণ মুকেশ ছাবড়ার। এদিকে মিমি এবং ইশা, দু’জনেই বেশ দক্ষ অভিনেত্রী। তাই, মহারাজের বায়োপিকে যদি তাদের কোনও একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে, তাহলে ব্যাপারটা কেমন হবে তা নিয়ে এরইমধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাইকে অপেক্ষা করতেই হবে।

উল্লেখ্য, সিনেমাটি নির্মাণ করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।

সূত্র: সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ