সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

পবিত্র রমজান মাসজুড়ে নামাজের জন্য মসজিদের বাইরে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনমন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এ তথ্য নিশ্চিত করেছেন বলে খবর প্রকাশ করেছে গালফ নিউজ।

খবরে বলা হয়, সিয়াম সাধনার মাসে মসজিদগুলোর বাইরের স্পিকারের মাধ্যমে নামাজের কেরাত বা মোনাজাত প্রচারের অনুমতি দেওয়া হবে না। বাইরের লাউড স্পিকারের ব্যবহার কঠোরভাবে শুধু আজান এবং ইকামত (জামাত শুরুর দ্বিতীয় আহ্বান) দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

গত মঙ্গলবার সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে রমজানের আগে মসজিদগুলোর প্রস্তুতির জন্য একগুচ্ছ নির্দেশনা ও নির্দেশিকা প্রদান করা হয়। যার অংশ হিসেবে রমজানে নামাজের সময় লাউড স্পিকার ব্যবহারের এই নিষেধাজ্ঞার ঘোষণাটি এসেছে। নির্দেশনায় উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী সরকারি নামাজের সময়সূচি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বলা হয়েছে এশার নামাজের সঠিক সময় নির্ধারণ এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের ব্যবধান বজায় রাখার।

মন্ত্রণালয় আরও জানায়, রমজানের সময় ইফতারের আয়োজন শুধু নির্দিষ্ট উঠান বা আঙিনায় করতে হবে। পাশাপাশি মসজিদের প্রয়োজন মেটাতে পানি বা খাদ্যসামগ্রী ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে অতিরিক্ত মজুত না হয়। এ ছাড়া মসজিদের খাদেম ও রক্ষণাবেক্ষণ দলগুলোকে আনুষঙ্গিক সবকিছু পরিষ্কার, নিরাপদ এবং সম্পূর্ণ প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার প্রতি নজর দিতে হবে।

মন্ত্রণালয় বলছে, এই পদক্ষেপগুলোর উদ্দেশ্য রমজান মাসে মুসল্লিদের জন্য একটি শান্ত, সুশৃঙ্খল এবং আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে পবিত্র এই মাসে বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ