সিলেটের বন্যা দুর্গতদের পাশে মাদ্রিদ কমিউনিটি

বকুল খান, স্পেন থেকে:স্পেনের মাদ্রিদ কমিউনিটি সিডর ,আইলা ও রানা প্লাজার মতো সিলেটের স্মরণ কালের ভয়াবহ বন্যার আক্রান্ত ,বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে |
রোববার মাদ্রিদে কমিউনিটির হৃদয়বান ,দরাজ ,মানবিক ব্যক্তিবর্গের উদ্যোগে প্রায় ৫৩ হাজারর ইউরোর বেশি (বাংলাদেশী টাকায় প্রায় অর্ধ কোটি টাকা তহবিল সংগ্রহ হয়েছে |বাংলাদেশ এসোসিয়েশান ইন স্পেনের আয়োজনে ,বাংলাদেশ মসজিদ কমিটি ও গ্রেটার সিলেট এসোসিয়েশনের সহযোগিতায় রোববার রাতে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররম এর জরুরী তহবিল সংগ্রহ সভা অনুষ্টিত হয় |এতে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সোবহান এর সভাপতিত্বে এবং গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম আলমের পরিচালনায় তহবিল সংগ্রহের প্রক্রিয়া সঞ্চালন এবং ইসলামের আলোকে তার উপকারিতা বর্ননা করেন মসজিদ কমিঠির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী খোর্শেদ আলম মজুমদার ও সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, এ সময় উপস্থিত ছিলেন মৌলানা গৌছ উদ্দিন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি এনায়েতুল করিম তারেক, সাবেক সিনিয়র সহ সভাপতি আল
আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,গ্রেটার সিলেট এসোসিয়েশন স্পেনের,নবনির্বাচিত সভাপতি মুজাক্কির আহমেদ, সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু, গ্রেটার ঢাকা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মিল্টন ভুইয়া কচি,ঢাকা জেলা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এস এম মাসুদ, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন,অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বকুল খান,গ্রেটার সিলেট এর সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেল, মৌলানা খলিল আহমেদ সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ। তারা আসা প্রকাশ করেন অতিদ্রুত তহবিল সংগ্রহ করে তা বন্যা কবলিত সিলেটের বিভিন্ন অঞ্চলে ভন্ঠনের কার্যক্রম বাস্থবায়ীত হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ