স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ায় ‘পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা’র অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদের মহাসচিব সেলিম রেজা (৪৫), একই কমিটির সাংগঠনিক সম্পাদক ও প্রজন্ম লীগের সদস্য মো. শহিদুল ইসলাম (৪৮), এবং দক্ষিণ গাজীরচট (আশুলিয়া) এলাকার বাসিন্দা মো. সোহেল পারভেজ (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ জনের একটি দল লাল পতাকা হাতে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে ফিরে আসার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি’—এমন বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
দলের কয়েকজন জানান, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধার সন্তান। একজন বলেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই চেতনা বাস্তবায়নই আমাদের লক্ষ্য।” আরেকজন বলেন, “বাংলাদেশের জন্ম আওয়ামী লীগের মাধ্যমে। আমরা সেই ইতিহাসকে স্মরণ করছি।”
তবে এসময় হঠাৎ করে উত্তেজনা দেখা দেয়। একদল তরুণ তাদের ওপর ক্ষুব্ধ হয়ে চড়াও হয় এবং ধাক্কাধাক্কির মধ্য দিয়ে স্লোগানকারীদের একাংশকে তাড়া করে সরিয়ে দেয়।
পরে মূল ফটকের সামনে একজনকে “জয় বাংলা স্লোগান দাও” বলে মারধরেরও অভিযোগ ওঠে। আশপাশের লোকজনের হস্তক্ষেপে ওই ব্যক্তিকে পরে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার কারণ জানতে চাইলে হামলাকারী এক তরুণ দাবি করেন, “ওরা এমন কিছু বলেছিল যেন ছাত্রলীগ বা দলের কারো বিরুদ্ধে। তাই প্রতিক্রিয়া দেখিয়েছি।”
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, “জাতীয় স্মৃতিসৌধের মতো একটি স্পর্শকাতর স্থানে রাজনৈতিক ধাঁচের স্লোগান দিয়ে উসকানি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ ধরনের অস্থিতিশীল কর্মকাণ্ডের জন্যই তাদের আটক করা হয়েছে।”