সাবেক স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে, অতঃপর…

রাজধানীর ডেমরায় সাবেক স্ত্রীর পূর্বের ধারণ করা অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করে মানহানিসহ ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে মো. বোরহান উদ্দিনের (৪২) বিরুদ্ধে।

এক্ষেত্রে বোরহান উদ্দিন তার সাবেক স্ত্রীর নামে ফেসবুকে দুটি ফেক আইডি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির অশ্লীল ভিডিও প্রচার ও ছবি ভাইরাল করে ফেসবুক লিংক ভুক্তভোগীর আত্মীয়স্বজনসহ পরিচিতিদের কাছেও পাঠিয়েছে।

এ ঘটনায় ওই ভুক্তভোগী বোরহান উদ্দিনের বিরুদ্ধে ডেমরা থানায় সোমবার রাত সাড়ে ১২টার দিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

বোরহান পটুয়াখালীর গলাচিপা থানার অরধন গ্রামের হাসেম খলিফার ছেলে।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, প্রায় দুই বছর আগে বোরহান উদ্দিনের সঙ্গে বিয়ে হয় মেয়েটির। সাংসারিকভাবে তাদের বনিবনা না হওয়ায় ৪ মাস পরই তাদের মধ্যে তালাক সম্পন্ন হয়। এদিকে বোরহান মেয়েটির অজান্তে তাদের মধ্যে শারীরিক কিছু অশ্লীল ভিডিও ধারণ করে রেখেছিল; যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি আইডির মাধ্যমে ভাইরাল করেছে।

ওসি আরও বলেন, গত ২৬ মার্চ রাতে এ বিষয়ে মেয়েটি জানতে পেরে বোরহানকে নিষেধ করলে সে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেয়। এদিকে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বোরহান মেয়েটির ছোটবোনের অশ্লীল ছবি তৈরি করেও ফেসবুকে ভাইরাল করে মানহানিকর নানা হুমকি-ধমকি দিয়ে আসছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অশ্লীল ম্যাসেজ প্রদানের মাধ্যমে ভুক্তভোগীসহ তার পরিবারের মানহানি করে আসছে বোরহান। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ