সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা

ভারতের রাজধানী দিল্লিতে প্রকাশ্য দিবালোকে সন্তানের সামনে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

হত্যার পর ঘাতক সবার সামনে দৌড়ে পালিয়ে গেছে বলে। বৃহস্পতিবার দুপুরে দিল্লির দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাগরপুর পুলিশ স্টেশনে ফোন আসে যে, এক নারীকে কোপানো হয়েছে।

ফোন পাওয়ার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এর পর গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী তার সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ঘাতক দৌড়ে এসে ছুরিকাঘাত করে। হামলার পরই ঘাতক পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘাতক ও ভিকটিম আগে পরস্পর প্রতিবেশী ছিলেন। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি।

এ ব্যাপারে তদন্ত চলছে। খুনের ঘটনায় মামলা হয়েছে। ঘাতককে গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ