শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের জায়গায় নাঈম

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার অল্প কিছুক্ষণ আগে চোট পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ক্যাচ ধরতে গিয়ে কনিষ্ঠ আঙুলে পাওয়া সেই চোট অবশেষে তাকে ছিটকে দিয়েছে দল থেকে। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে আরেক অফ স্পিনার নাঈম হাসানকে।

মিরাজের ছিটকে যাওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি, ‘২৪ এপ্রিল প্রিমিয়ার লিগের ম্যাসচে একটি ক্যাটচ ধরতে গিয়ে মিরাজের ডান হাতে কনিষ্ঠার হাড় নড়ে গেছে। এক্সরেতে কিছুটা অ্যাভালশন ফ্র্যাকচার ধরা পড়েছে। চোট পাওয়া জায়গা নিরাপদ রাখতে স্প্লিন্ট ব্যরবহার করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষনে মনে হচ্ছে, সেরে উঠতে তার তিন সপ্তাহের মতো সময় লাগতে পারে।’

 

শ্রীলঙ্কা দল ঢাকায় আসবে ৮ মে। ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় ২৩ মে থেকে। মিরাজ সুস্থ হলে দ্বিতীয় টেস্টের দলে ফিরতে পারবেন।

ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা মিরাজ। মিড অনে তামিমের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় মিরাজের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই অলরাউন্ডার।

দ্রুত ড্রেসিং রুমে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় মিরাজকে ব্যথায় কাতরাতে দেখা যায়। এরপর হাতে ব্যান্ডেজ করে তাকে পার্শ্ববর্তী শেখ ফজিলতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্সরের পর বলা হয় চোট গুরুতর না। এরপর ঢাকায় আসলে আবার টেস্ট করানো হয়। বিসিবি মেডিকেল টিম দেখে সিদ্ধান্ত নেয় তাকে প্রথম টেস্টে না খেলানোর বিষয়ে।

 

২২ বছর বয়সী অফ স্পিনার নাঈম সবশেষ টেস্ট গত বছর, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজটা খুব ভালো যায়নি তার। ২ ম্যা চে ৪৪.৫০ গড়ে নিয়েছিলেন ৬ উইকেট, স্ট্রাইক রেট ছিল ৯০। ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়েছেন এ ক্রিকেটার। জাতীয় ক্রিকেট লিগে ৫ ম্যা চে ৩২ উইকেট এবং বিসিএলে ৩ ম্যা চে তার শিকার উইকেট ১৪টি।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম (ফিটনেসের ওপর)।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ