শ্রীলংকার প্রধানমন্ত্রীর পদত্যাগ

অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় ও সরকার বিরোধী আন্দোলন বেগবান হওয়ার জেরে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে।

শ্রীলংকা গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করে দেশটির প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসেকে পদত্যাগ করার অনুরোধ জানান।

এখন প্রধানমন্ত্রী পদত্যাগ করায় প্রেসিডেন্ট সর্বদলীয় মন্ত্রীসভা গঠনের জন্য সংসদের অধিবেশনে সকল দলকে ডাকতে পারেন বলে জানিয়েছে লংকান গণমাধ্যমটি।

এদিকে এর আগে শ্রীলংকার বিরোধী দল সামাজি জানা বালাওয়েগানা নিশ্চিত করে, মাহিন্দ্র রাজাপাকসে পদত্যাগ করলেও তাদের দলের প্রধান সাজিথ প্রেমাদাসা অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন না।

এর আগে সোমবার সকালে রাজাপাকসের সমর্থকরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেন যেন তিনি পদত্যাগ না করেন।

এরপর রাজাপাকসের সমর্থক ও বিরোধী দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এই সংঘর্ষের পর একটি টুইট করে ৭৬ বছর বয়সী রাজাপাকসে সকলকে শান্ত থাকার আহ্বান জানান।

তিনি আরও জানান, অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই দায়িত্ব পালন করবেন।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ