ঢাকা অফিস: প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার আস্থার স্বীকৃতি পেয়েছেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। ইতালি আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে অবহিত দলীয় প্রধান বাণীও প্রদান করেছিলেন ত্রি-বার্ষিক কাউন্সিলে। দলের পুরো বিষয়টি তিনি অবগত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে। বৃহস্পতিবার ইতালী আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করার সুযোগ লাভ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও আলমগীর হোসেনকে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাবার নির্দেশনা দেন।
্্এই সংবাদ প্রকাশিত হবার পর ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করেন। শুধু ইতালি নয়, ইউরোপের অন্যান্য দেশ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা শ্রদ্ধা আর অভিনন্দন ও সিক্ত হচ্ছেন এই দুই নেতা।
ইতালি আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত এই দুই নেতাকে দলের কান্ডারী হিসেবে পেয়ে কর্মীরা উচ্ছসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই দায়িত্ব পাবার সংবাদটি ভাইরাল হয়েছে। দেশ বিদেশ থেকে অভিনন্দন বার্তা আসছে শুরু করেছে ইতিমধ্যেই। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন। চলতি মাসেই তারা ফিরে আসবেন ইতালিতে এবং পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেবেন আনুষ্ঠানিকভাবে। সকল জেলা উপজেলা এবং যোগ্য নেতৃত্ব নিয়েই এবারে আওয়ামী লীগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা বলছেন, আঞ্চলিকতার ঊর্ধে ওঠে সৎ, যোগ্য এবং দলের প্রতি নিবেদিত প্রাণ-এমন কর্মীদেরই বেছে নিবেন তারা। ইতালি আওয়ামীলীগের সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই দুই নেতা। তাদের বিশ্বাস, ইউরোপের মাটিতে জামাত বিএনপি’র সকল প্রকার অপকর্মের এবং অপপ্রচারের জবাব দেবেন তারা।
নবনির্বাচিত ইদালে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে আবারো তাকে প্রধানমন্ত্রী করতে হবে। সে ক্ষেত্রে প্রবাসে থাকা প্রতিটি নেতাকর্মীর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক কালে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোঃ জিয়াউদ্দিন ছাড়াও
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান, সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে ইটালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন পূর্ব নির্ধারিত এই বৈঠকে উপস্থিত হতে পারেননি।
