শেফালির মৃত্যু: পুলিশের সন্দেহের কেন্দ্রে অ্যান্টি-এজিং ড্রাগ ও উপোস

সম্প্রতি ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল শেফালি জরিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

বিগ বস ১৩ এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীকে রাতেই তড়িঘড়ি করে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তার স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগীসহ তিনজন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর পর বলিউড পাড়ায় শুরু হয়েছে নানান গুঞ্জন। শেফালি জরিওয়ালার মৃত্যু কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক?

শেফালির আকস্মিক মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য পুলিশের বিশেষ তদন্তে সহায়তা করছেন পাঁচ জন বিশিষ্ট চিকিৎসক। প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে রক্তচাপ হঠাৎ কমে যাওয়া কিংবা হৃদযন্ত্রের জটিলতা মৃত্যুর কারণ হতে পারে। এছাড়াও, দীর্ঘদিন ধরে অ্যান্টি-এজিং ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়াও একটি সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

হায়দরাবাদের খ্যাতনামা যশোদা সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের প্রধান পরামর্শক ডা. ধীরেন্দ্র সিংহানিয়া এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, ‘স্টেরয়েডের ব্যবহার, অনিদ্রা, অতিরিক্ত ওষুধ সেবন অথবা হরমোন থেরাপির মতো বিষয়গুলোও মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। তবে সঠিক কারণ শুধুমাত্র পোস্টমর্টেম রিপোর্টেই নিশ্চিতভাবে জানা সম্ভব।’

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবারের (৩০ জুন) মধ্যে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে। এই রিপোর্ট হাতে পাওয়ার পরই শেফালির মৃত্যুর ঘটনায় আনুষ্ঠানিকভাবে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকরা আরও জানান, শেফালির মৃত্যুর পেছনে কোনো প্রকার অবহেলা বা অন্য কোনো অপ্রাকৃতিক কারণ কাজ করেছে কিনা, তা নিয়েও বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ