শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ইতালি আওয়ামীলীগের অভিনন্দন ও শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে
ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, গণমানুষের নেত্রী, প্রবাসী বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে ইতালির আওয়ামীলীগ এবং ইতালি প্রবাসী সকল বাংলাদেশীর পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে এই দুই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।বলেন, ১৯৮১ সালে আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালনের পর থেকে তিনি দল এবং দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাচ্ছেন। এই রাষ্ট্রনায়কের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ,হত্যা প্রচেষ্টা এবং সকল অপপ্রচারকে মোকাবেলা করে তিনি দেশ ও দেশের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ইতালিসহ ইউরোপের দেশগুলোতেও তিনি ব্যাপক জনপ্রিয় একজন নেত্রী। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষের একজন প্রিয় নেত্রী হয়ে উঠেছেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইটালি আওয়ামীলীগের সভাপতি

হাজী ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, প্রবাসীদের কল্যাণ এবং বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তারা আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে আবারো প্রধানমন্ত্রী হিসেবেই শেখ হাসিনা ইতালি সফর করবেন-এটা আমাদের বিশ্বাস।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ