ডেস্ক রিপোর্ট: অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ৬ জন কর্মকর্তা ও সদস্য ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন-যারা সকলেই মূল ধারার সাংবাদিকতার সাথে জড়িত এবং ইতালির রাজধানী রোমের ব্যাপক পরিচিত।পদত্যাগী
এই সাংবাদিকরা হলেন, এনটিভির ইতালি ব্যুরো প্রধান ও হলিপিয়ান বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন রোমান, বাংলা টিভির রোম প্রতিনিধি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক জুমানা মাহমুদ, এশিয়ান টিভির ইতালি প্রতিনিধি ও অল ইউপিয়ান বাংলা প্রেস ক্লাবের মহিলা সম্পাদিকা মেহেনাস তাব্বাসুম শেলি, এস এ টিভির রোম প্রতিনিধি এবং অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মালিক মনজুর ও নির্বাহী সদস্য এটিএন বাংলার হাসান মাহমুদ। তারা সকলেই ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সংগঠন থেকে পদত্যাগ করেছেন। তারা সংগঠনের সভাপতি জাহিদ মুমিন চৌধুরীর বিরুদ্ধে একটি অভিযোগও উত্থাপন করেননি। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ফ্রান্স প্রবাসী আবু তাহিরও পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
