শীতে কমবেশি সবারই ত্বকে শুষ্ক এবং খসখসে ভাব দেখা দেয়। এ সময় ত্বকে আর্দ্রতা বজায় রাখতে অতিরিক্ত ময়েশ্চারাইজার ব্যবহার জরুরি। ত্বকের শুষ্কতা দূর করতে ঘরেই তৈরি করতে পারেন ফেস মাস্ক। তাহলে ত্বক হয়ে উঠবে মোলায়েম ও মসৃণ।
যেভাবে তৈরি করবেন ফেস মাস্ক
নারকেল তেল ও মধুর ফেসপ্যাক
নারকেল তেল ও মধু দুটিতেই ময়েশ্চারাইজিং, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এই দুই উপাদানে তৈরি ফেস মাস্ক ত্বকের জন্য খুবই উপকারী।
মাস্কটি তৈরি করতে ১ টেবিল চামচ করে নারকেল তেল ও মধু মেশান। মুখ, ঘাড় এবং হাতে ভালোভাবে লাগান। ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন। এখন পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এই মাস্ক ব্যবহারে ত্বকে আর্দ্রতা বজায় থাকবে। নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন।
পাকা কলা ও মধুর ফেসপ্যাক
কলা ও মধু দিয়ে তৈরি ফেস মাস্ক ত্বককে ময়েশ্চারাইজ এবং নরম করে।
এই মাস্ক তৈরিতে একটি পাকা কলা চটকে ২ টেবিল চামচ মধু যোগ করুন। ২০-২৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কাঁচা দুধ ও মধুর ফেস প্যাক
দুধ ও মধু দুটিই প্রকৃতির সবচেয়ে স্বাস্থ্যকর খাবার। কাঁচা দুধ ভিটামিন বি, আলফা হাইড্রোক্সি অ্যাসিড, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি ত্বককে হাইড্রেট করে। মধু প্রাকৃতিকভাবে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
এই মাস্ক তৈরির জন্য ১ টেবিল দুধ নিন। এর সঙ্গে ২ চা চামচ মধু মেশান। এখন মিশ্রণটি মুখ, ঘাড়, কনুই এবং হাঁটু ত্বকে ভালোভাবে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। কাঁচা দুধের পরিবর্তে চেইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন।
ডিমের কুসুম এবং বাদাম তেলের ফেসপ্যাক
ডিমের কুসুমে থাকা ফ্যাট সুপার ময়েশ্চারাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। অন্যদিকে বাদাম তেল ভিটামিন ই, মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, পটাসিয়াম, জিঙ্ক, অন্যান্য খনিজ এবং ভিটামিন সমৃদ্ধ। এসব উপাদান ত্বকের সতেজতা ধরে রাখতে ভূমিকা রাখে।
ডিমের কুসুম এবং বাদাম তেল একসাথে মিশিয়ে মাস্ক তৈরি করুন। এরপর তা পা, কনুই, হাঁটু এবং মুখের শুষ্ক জায়গায় লাগান। ডিমের গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস ছেঁকে নিতে পারেন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।
চকোলেট ও মধুর ফেসপ্যাক
চকোলেটে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। চকোলেটে থাকা স্বাস্থ্যকর ফ্যাট মধুর সাথে মেশালে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
একটা কাপে ২-৪টি ডার্ক চকোলেট স্কোয়ার গলিয়ে নিন। কিছুটা ঠান্ডা হতে দিন। এতে ১ চা চামচ মধু যোগ করুন। মসৃণ পেস্টটি মুখ এবং ঘাড়ের পুরো অংশে লাগান। ১৫ মিনিট ধরে মৃদু বৃত্তাকার গতিতে মুখে ম্যাসাজ করুন। হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
অ্যালোভেরা ও মধুর ফেসপ্যাক
অ্যালোভেরায় থাকা ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নেয়। মধুর সাথে অ্যালোভেরা জেল মিশালে তা শুষ্ক ত্বকের জন্য বেশ উপকারী হয়।
মাস্কের জন্য ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এর সাথে ১ চা চামচ মধু যোগ করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখু আধ ঘন্টা। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।