শিক্ষার্থীদের ২ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা, অধ্যক্ষকে শোকজ

কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের ২ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে কলেজের প্রতিষ্ঠাতাকে সংবর্ধনা দেওয়ায় ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিয়ে ২৫ মার্চ   বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপন্থী হওয়ায় উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।

২৭ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ স্বাক্ষরিত শোকজের জবাব আগামী তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহাম্মদ চৌধুরীকে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীদের ২ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মজিদকে সংবর্ধনা দেওয়া হয়।

২৪ মার্চ দুপুরে কলেজ মিলনায়তনে ওই সংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও কলেজের অধ্যক্ষ তা মানেননি। পূর্ব ঘোষণা অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু প্রতিষ্ঠাতা কলেজ এসে উপস্থিত হয়েছেন দুপুর ১২টায়।

এই ২ ঘণ্টা ছাত্রছাত্রীদের প্রধানফটক থেকে মূলভবন পর্যন্ত ২ ঘণ্টা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখেন অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ