শাকিবের ইধিকা এবার নিরবের বিপরীতে

ঢাকাই সিনেমার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলা এই অভিনেত্রী এবার জুটি বাঁধলেন চিত্রনায়ক নিরবের সঙ্গে। তবে এবার কোনো চলচ্চিত্রে নয়, তাদের দেখা গেল একটি বিজ্ঞাপনচিত্রে।

পরিচালক অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে হাজির হয়েছেন এই জুটি। বিজ্ঞাপনটি সম্প্রতি প্রকাশ পেয়েছে, যা এরই মধ্যে নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপনের গল্পে দেখা যায়—দুবাইয়ের রোদজ্বলা মরুভূমিতে গাড়ি নষ্ট হয়ে দাঁড়িয়ে পড়েছেন ক্লান্ত ও বিরক্ত ইধিকা। এমন সময় পাশ দিয়ে জেমসবন্ড স্টাইলে হেঁটে যান নিরব। এক পলকেই চোখে পড়ে যান ইধিকা, আর দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন তার দিকে। পানীয় পান করতেই তপ্ত মরুভূমিতে বইতে শুরু করে প্রশান্তির বাতাস—দুজনের মাঝে তৈরি হয় এক রোমান্টিক মুহূর্ত।

এই অভিজ্ঞতা নিয়ে নিরব বলেন, ‘এটি আফগানিস্তানের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনচিত্র। যদিও বিজ্ঞাপন, তবে একেবারে সিনেমাটিক আবহে তৈরি করা হয়েছে। মরুভূমিতে ইধিকার সঙ্গে কাজ করাটা দারুণ উপভোগ করেছি।’বিজ্ঞাপনটির সুর ও সংগীতায়োজন করেছেন আলভী। কণ্ঠ দিয়েছেন আলভী নিজেই, সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ