লন্ডনে ইতালি আওয়ামীলীগের তিন নেতাকে সংবর্ধনা

লন্ডন প্রতিনিধ: ইটালি আওয়ামীলীগের সহ-সভাপতি ছাত্তার মাদবর, সহ-সভাপতি বাবুল মোড়ল এবং যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিনকে লন্ডন প্রবাসী বাংলাদেশীরা সংবর্ধনা দিয়েছে।পূর্ব লন্ডন ইষ্ট হাম রিওন্স রেষ্টুরেন্টে, গৌরব ৭১ লন্ডন মহানগর শাখা (যুক্ত রাজ্যে) কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ফকির আল মামুন,মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনায় ইতালী আওয়ামী লীগের সভাপতি,হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি এবং সাধারণ সম্পাদক, হাসান ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া মোহাম্মদ বাবুল মোড়ল ও নূরুল আমিন হাওলাদারকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় ধন্যবাদ জানানো হয় ইটালি আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ সকল কর্মকর্তাদের।
এই সংবর্ধনা সবাই বলা হয় আগামী জানুয়ারীতে অনুষ্ঠ্যেয় জাতীয় সংসদ নির্বাচনে গনতন্ত্রের মানস কন্যা,বিশ্ব শান্তির অগ্রদূত,বাংলা দেশের রোল মডেল,মাদার অব হিউম্যানউটি, শেখ হাসিনাকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে পন্চম বারের মতো সরকার গঠন করার সুযোগ করে দিতে হবে।
সাত্তার মাতবর বলেন, ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে আগামী নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ইতালি লন্ডনসহ পুরো ইউরোপে। দলের জন্য একজন নিবেদিত প্রাণ হিসেবে তিনি কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
সহ-সভাপতি বাবুল মোড়ল ইতালী লন্ডনসহ ইউরোপের বিভিন্ন দেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চালানো হবে বলে ঘোষণা করেন। বলেন জননেত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়নের স্বার্থে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ