লন্ডন সফর সফল করেই রোমে ফিরছেন ফরাজী-হাসান: বিমানবন্দরে অভ্যর্থনা জানাবে কর্মীরা

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় যোগদান শেষে আজ সন্ধ্যা সাতটায় ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরজী ‌ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের
নেতৃত্বাধীন প্রতিনিধি দল রোমে এসে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে। ইটালি আওয়ামী লীগের প্রতিনিধি দল তাদের লন্ডন সফর সফল করতে পেরেছেন বলে মনে করেন দলীয় নেতা কর্মীরা। নাগরিক সংবর্ধনায় ইদ্রিস ফরাজী এবং হাসান
ইকবালের নাম ঘোষণা ছাড়াও সভাপতি জনাব ফরাজী তার প্রতিনিধি দল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার সাথেও দেখা করার সুযোগ লাভ করে। সবকিছু মিলিয়ে তারা এ বার অনেকটাই সফল। আজ বিকালে লন্ডন থেকে রওনা দেবেন এবং সন্ধ্যা সাতটায় রোম বিমান বন্দরে এসে পৌঁছাবেন।ইতালি আওয়ামীলীগের প্রতিনিধি দলের এই সাফল্যে উজ্জীবিত নেতা কর্মীরা। তারা সিদ্ধান্ত নিয়েছেন, সন্ধ্যায় এই দুই নেতাসহ প্রতিনিধি দলকে বিমানবন্দরে স্বাগত জানানো হবে। তারা ফুলের শুভেচ্ছা জানাতে প্রস্তুতি গ্রহণ করেছেন।
দলটির সভাপতি ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল রোমে পৌঁছার পর আনুষ্ঠানিক ব্যাখ্যা দেবেন লন্ডন সফর সম্পর্কে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ