রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের ৫ সদস্যকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব।

তারা হলেন- নবী হোসেনের ইয়াবা সেক্টরের প্রধান আব্দুল্লাহ রাজ্জাক ওরফে রাজ্জাক মাঝি, ইলিয়াছ, সাহেদ, মো. আয়াছ ওরফে আজিজুল ও সাইফুল ইসলাম। এরমধ্যে রাজ্জাক মাঝি ও আজিজুল হক রোহিঙ্গা। বাকি ৩ জন বাংলাদেশের নাগরিক।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি একে ২২ রাইফেল, একটি বিদেশি পিস্তল, একটি এসবিবিএল এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার দুপুরে র‍্যাব-১৫ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার।

তিনি জানান, শুক্রবার রাত ৮টার পর ইয়াবার চালান বড় একটি প্রবেশের খবর পেয়ে উখিয়ার জামতলী ক্যাম্পের বাইরে অবস্থান করে র‍্যাব। এসময় ক্যাম্পে প্রবেশের সময় ১ লাখ ইয়াবাসহ ইলিয়াছকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক বালুখালী কাকড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার ও অস্ত্র ও গোলাবারুদসহ আরও ৪ জনকে আটক করা হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, সম্প্রতি নবী হোসেনকে নিয়ে যুগান্তরের পত্রিকায় প্রকাশিত প্রতিটি নিউজ আমি পড়েছি। এরপর নবী হোসেন গ্রুপের ওপরে গোয়েন্দা নজর বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

নবী হোসেনকে না ধরা পর্যন্ত শান্তি পাচ্ছেন না উল্লেখ করে র‍্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার আরও বলেন, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ও স্থানীয় সকল ইয়াবা ও অস্ত্র সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপ। মিয়ানমারে মানুষ বন্ধক রেখে ইয়াবার চালান বাংলাদেশে পাঠায় এই গ্রুপ। আটক রাজ্জাক মাঝি ইয়াবা সেক্টরের প্রধান। নবী হোসেনকেও আটকে র‍্যাব তৎপর রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি দৈনিক যুগান্তর পত্রিকায় হাজার হাজার কোটি টাকার অস্ত্র আনছে রোহিঙ্গা সন্ত্রাসী নবী এবং মানুষ বন্ধ রেখে ইয়াবার লেনদেনও সেই নবী হোসেন শিরোনামে নামে পৃথক দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।এরপর থেকে ব্যাপক আলোচনায় উঠে আসে নবী হোসেন। এর আগে ৩৪ বিজিবির পক্ষ থেকেও নবী হোসেনকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বলছেন মিয়ানমার ও বাংলাদেশে নবীর সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে।  ইয়াবার সেক্টরও এখন তার দখলে রয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ