রোমের বাইরে নাপলীতে ইতালি আওয়ামী লীগের প্রথম গণ সংবর্ধনা রোববার: ব্যাপক উৎসাহ উদ্দীপনা


নাপালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ইতালি আওয়ামী লীগকে রোমের বাইরে প্রথম গণসংবর্ধনা দেবে নাপলী আওয়ামী লীগ।
ইতিমধ্যেই নাপলীতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নাপলীর সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে এই গণসংবর্ধনার প্রতি।
গত ৬ নভেম্বর ইটালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বাধীন ইতালি আওয়ামী লীগকে লিখিত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ইতালি আওয়ামী লীগের রাজনীতি ইতিবাচক ধারায় প্রবাহিত হচ্ছে।
নবনির্বাচিত এই দুই নেতাকে রাজধানী রোমে একাধিক সংগঠন গণসংবর্ধনা দিলেও রোমের বাইরে এই প্রথম গণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
ইটালির নাপলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদার জানান, ইতিমধ্যেই আগামী রোববারের এই গণসংবর্ধনা সফল করতে নাপলীর সর্বত্র ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামী রোববারের এই গণসংবর্ধনায় ইতালি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়ার প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া রাজধানী রোম থেকেও ইটালি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই নাপলীর এই গণসংবর্ধনায় উপস্থিত হবেন।জানা গেছে, ধারাবাহিকভাবে অন্যান্য প্রদেশেও ইটালি আওয়ামী লীগের নেতাদের সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ