ডেস্ক রিপোর্ট:ইতালির রাজধানী রোমে বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গেল বুধবার রাজধানী রোমের রসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায়
প্রধান অতিথি রোম দূতাবাসের দূতালায় প্রধান কাউন্সিলর জসীমউদ্দীন গঠনমূলক সমালোচনা করে দেশ ও দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি মোঃ আফজাল হোসেন রোমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর জসিম উদ্দিন এ আহ্বান জানান। অনুষ্ঠানে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কে,এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ইতাল-বাংলা সমিতির সভাপতি শাহ্ তাইফুর রহমান ছোটন, ইতালি বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন খলিল কাওসার, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, আক্তারুজ্জামান, ইউসুফ আলী, মোল্লা মনির, শিমুল রহমান, মঞ্জুর মালিক, সজিব আহমেদ রিয়ন, ওয়াহেদুজ্জামান দিপু, ফাহিমা রিয়াজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষে মুসলিম উম্মার শান্তি ও বাংলাদেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সাংবাদিকদের এই ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক সংস্কৃতি এবং আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতারা উচিত ছিলেন।