রোমাঞ্চকর জয় চেলসির, ফার্নান্দেসে রক্ষা ম্যানইউর

স্ট্যামফোর্ড ব্রিজে দাপুটে ফুটবল খেলল চেলসি। নতুন মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল ব্লুজরা। ফুলহ্যামকে ২-০ গোলে হারাল মরিসিও পোচেত্তিনোর দল।

প্রথমার্ধের যোগ করা সময়ে হুয়াও পেদ্রোর হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। গত জুলাইয়ে দলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড দ্বিতীয় ম্যাচেই পরপর গোল পেলেন। বিরতির পর ৫৬ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফুলহ্যামের মিডফিল্ডার রায়ানের হাতে বল লাগায় পেনাল্টি পায় চেলসি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত তালিকার শীর্ষে উঠে গেছে তারা।

অন্যদিকে মৌসুমের দুর্দান্ত শুরু করা টটেনহামের জয়রথ থামাল বোর্নমাউথ। ম্যাচের শুরুতেই, মাত্র ৫ মিনিটে ইভানিলসনের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় বোর্নমাউথ।

দিনের সবচেয়ে নাটকীয় ম্যাচ দেখা গেল ওল্ড ট্র্যাফোর্ডে। বার্নলির বিপক্ষে দারুণ লড়াই শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে জয় তুলে নিল। ২৭ মিনিটে জশ কুলেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তবে ৫৫ মিনিটে বার্নলির লিল ফস্টার ম্যাচে সমতা ফেরান। দুই মিনিট বাদেই ব্রায়ান এমবেউমো লিড এনে দেন ম্যানইউকে। কিন্তু ৬৬ মিনিটে জেইডন অ্যান্থনির গোলে আবারও সমতায় ফেরে বার্নলি।

ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখন ইনজুরি টাইমে নাটকীয় মুহূর্তের জন্ম দেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। ৯৭তম মিনিটে পাওয়া স্পট কিক থেকে গোল করে দলকে মৌসুমের প্রথম জয় এনে দেন পর্তুগিজ তারকা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ