আফজাল হোসেন রোমান, বিশেষ প্রতিনিধি:
“থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতেও আন্তর্জাতিক অভিবাসী দিবস- ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস রোম,ইতালি এক আলোচনা সভা ও রেমিট্যান্স পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
দূতাবাসের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকীর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশিরা।
অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের উর্ধতন কর্মকর্তা জসিম উদ্দিন, আয়েশা আক্তার, সাইফুল ইসলাম, আশফাকুর রহমান। অনুষ্ঠানে রেমিটেন্স পুরস্কার প্রাপ্তরা উপস্থিত ছিলেন।
