রাশিয়ার দাগেস্তানে বিস্ফোরণ, নিহত ২৫

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় দাগেস্তানের একটি পেট্রোল পাম্পে আগুন ও বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬৬ জন। বিষয়টি নিশ্চিত করেছে আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষ।

ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবার রাতে দাগেস্তানের রাজধানী মাখাচকালার কাছে মহাসড়কের পারে একটি গাড়ি মেরামত কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। এর রেশ ধরে পাশের পেট্রোল পাম্পেও আগুন ধরে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আলজাজিরার।

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এখানে যুদ্ধের মতো অবস্থা বিরাজ করছে।

দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৬৬ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা মারাত্মক।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০০ বর্গ মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ২৬০ জন দমকল কর্মী কাজ করেন। তারা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ