রাশিয়ার আকাশসীমায় প্রবেশের সময় ইউক্রেনের একটি সামরিক বিমানকে প্রতিহত করার দাবি করেছে মস্কো। ইউক্রেনের সীমান্তবর্তী একটি তেল শোধনাগারে দুইটি গোলা আঘাত হানার পর রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ওই বিমানকে প্রবেশে বাধা দেয় বলে রাশিয়ার ব্রায়ানস্কের আঞ্চলিক গভর্নর অ্যালেক্সজান্ডার বোগোমাজ জানিয়েছেন। খবর বিবিসির।
অ্যালেক্সজান্ডার বোগোমাজ জানান, ধারবাহিক বিস্ফোরণের কারণে ওই তেল শোধানাগার আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের সামরিক বিমান থেকে ছোড়া মিসাইল নাকি রুশ বিমানবাহিনীর ছোড়া গুলি–ঠিক কী কারণে ওই তেল শোধনাগারে আগুন লেগেছে তা টেলিগ্রামের পোস্ট থেকে স্পষ্ট হওয়া যায়নি।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে ব্রায়ানস্ক এবং কুরস্ক অঞ্চলের গভর্নর দাবি করেছিলেন, ওই অঞ্চল দুটির সীমান্ত চেকপয়েন্টে ইউক্রেন থেকে গোলা বর্ষণ করা হয়েছিল।
তবে বিবিসি স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি।