জীবনযুদ্ধে হার মানলেন মোশাররফ হোসেন রুবেল। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার বিকাল ৫টার দিকে মারা গেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। বাসাতেই ছিলেন তিনি, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আজ রাত ১০টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোয়েসিশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেন, ‘শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারাবির পর রাত ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে।’
তবে এখনো দাফন কোথায় হবে তা নিশ্চিত হতে পারেনি পরিবার। ঢাকা অথবা রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে হতে পারে দাফন। পরিবারের কেউ চাচ্ছেন ঢাকায় আবার কেউ চাচ্ছেন কিশোরগঞ্জে দাফন হোক। এ জন্য এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পরিবার।
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ২০১৯ সালের ১৯ মার্চ নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। ২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছিল।
তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। গত ১১ অক্টোবর ইউনাইটেড হাসপাতালেই সর্বশেষ কেমোথেরাপি নিয়েছেন তিনি। এরপর অবস্থার অবনতি হলে গত ১৪ মার্চ আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রায় এক মাস ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি বাসায় নেওয়া হয় তাকে। কিন্তু কিছুদিনের মধ্যে না ফেরার দেশে পাড়ি জমালেন মোশাররফ রুবেল।