রউফ ফকির ও আবতাফ ব্যাপারী শরীয়তপুর তথা ইতালী প্রবাসীদের আস্থার প্রতীক

ডেস্ক রিপোর্ট: ইতালি প্রবাসী সাংবাদিক লেখক ও বুদ্ধিজীবী মাস্টার আবুল বাশার মালত তার ফেসবুকে ইতালি কমিউনিটির অন্যতম নেতা আব্দুর রউফ ফকির ও আফতাব বেপারী সম্পর্কে এক দীর্ঘ লেখায় মন্তব্য করেছেন, তারা দুজন শুধু শরীয়তপুর নয় পুরো ইতালী
কমিউনিটির আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। আমাদের পাঠকদের জন্য তা হুবহু প্রকাশ করা হলো:: আব্দুর রউফ ফকির (বামে)ও আফতাফ বেপারী (ডানে)
“‘ইতালি প্রবাসী আমাদের শরীয়তপুরের বর্তমান ইতালিস্থ সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের দুইজন কৃতি ব্যক্তিত্ব, যারা ইতালি প্রবাসী শরীয়তপুরবাসী তথা ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের জনগনের অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বস্ত। অন্যায়ের সাথে যারা আপোষ করেনা।: মাস্টার আবুল বাশার মালাত:
স্বাক্ষী থাকুক ইতালিস্থ বাংলাদেশী কমিউনিটির জনগণ, স্বাক্ষী থাকুক আমার আবেগ, স্বাক্ষী থাকুক সুস্থ বিবেক ও তাদের বিগত দিনের কর্মসূচি! আমি কাউকে অসম্মান ও অবজ্ঞা করার জন্য এ-ই লেখার অবতারণা করছি না। সবার প্রতি তাদের কর্মপন্থা ও যোগ্যতা অনুযায়ী সম্মান প্রদর্শন করে, আমি আজ যাদের কথা বলবো তারা হলেন আমার আদর্শ ও বিশ্বস্ত ব্যক্তিত্ব জনাব আব্দুর রউফ ফকির ও জনাব আফতাব বেপারী।
বিগত দিনে তারা তাদের নেতৃত্ব ও দুরদর্শিতার দ্বারা একাধিকবার তাদের যোগ্য নেতৃত্ব ও সাহসিকতার প্রমান দিয়েছেন।।
ইতালিতে যখন বাংলাদেশ দূতাবাসে অবাধ দুর্নীতি ও দালালীর স্বর্গরাজ্য, সরকারি দলের পদ পদবীর নাম ব্যবহার করে দালালী ও পদ পদবীর রমরমা বানিজ্যে ব্যস্ত, তখন ইতালিস্থ বাংলাদেশ সমিতির সভাপতি হিসাবে জনাব আফতাব বেপারী বাংলাদেশ কমিউনিটির জনগণকে নিয়ে দালালদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন এবং দালাল ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরেছেন ও তৎকালীন দালাল দুর্নীতিবাজদের সুবিধাভোগী সোবহান শিকদারকে বিতারিত করার অগ্রনায়কের ভূমিকা পালন করেছেন জনাব আফতাব বেপারী।
ইতালি আওয়ামীলীগের বিগত কমিটির স্বৈরতন্ত্র, স্বেচ্ছাচারিতা, দালাল পোষণ ও কালো টাকার অহমিকা নিয়ে ইতালি আওয়ামীলীগকে যখন কলংকিত করে অসাংবিধানিক ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে অযোগ্য, লাঠিয়াল, বেয়াদব ও চামচা বাহিনীর দ্বারা ইতালি আওয়ামীলীগকে কলুষিত করে যাচ্ছিল, ঠিক তখনি তৎকালীন ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি ও শরীয়তপুর সমিতির কিংবদন্তি সভাপতি জনাব আব্দুর রউফ ফকির ইতালি আওয়ামীলীগের দায়িত্ব নিয়ে ৮৩ জন (শতকরা ৮০%) সদস্যের সমর্থন নিয়ে গঠনতান্ত্রিক ভাবে আব্দুর রউফ ফকিরের সভাপতিত্বে স্বেচ্ছাচারী তৎকালীন ইতালি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অত্যন্ত সাহসিকতা ও জননেত্রী শেখ হাসিনার প্রতি সম্পুর্ন আস্থা স্থাপন করে বহিষ্কার করে ইতালি আওয়ামীলীগের দায়িত্ব হাতে নিয়ে, সম্পুর্ন গঠনতান্ত্রিক ও সাংবিধানিক ভাবে একটি সুস্থ ও গঠনতান্ত্রিক সম্মেলনে ইতালি আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জি এম কিবরিয়া, কে এম লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও হেনরি ডি কস্তার সমর্থনে একটি সফল, গঠনতান্ত্রিক ও সাংবিধানিক সম্মেলনের নেতৃত্ব দিয়ে সভাপতিত্ব করেছিলেন। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করে জনাব আব্দুর রউফ ফকির যে সৎ সাহসিকতার পরিচয় দিয়েছেন তা ইতালি আওয়ামীলীগের ইতিহাসে চিরস্মরণীয়। বিগত কমিটির চামচা বাহিনী, লাঠিয়াল বাহিনী ও কালো টাকার অহংকারকে চুরমার করে যে ব্যক্তিটি ইতালি আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছেন, সে হলো আমার নেতা শরীয়তপুর বাসী তথা ইতালিস্থ বাংলাদেশ কমিউনিটির আস্থার প্রতিক জনাব আব্দুর রউফ ফকির।
আমি জনাব আব্দুর রউফ ফকির ও জনাব আফতাব বেপারীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, এবং ইতালির সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বে তাদের সঠিক মূল্যায়ন করে আমাদের আদর্শের সংগঠনকে শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জয় হোক জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্ব।””

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ