যুক্তরাজ্য কেন রাশিয়ার গ্যাস পাবে না, সাফ জানাল মস্কো

রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দেওয়ায় দেশটি মস্কোর কাছ থেকে গ্যাস কিনতে পারবে না বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রেস সেক্রেটারি ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরটিকে পেসকভ বলেন, রুশ-বিরোধী সবকিছুর নেতা হতে চায় লন্ডন। এমনকি এ ব্যাপারে ওয়াশিংটনের চেয়েও এগিয়ে থাকতে চায় তারা! এটা তারই পরিণতি!

প্রসঙ্গত, যুক্তরাজ্যই একমাত্র দেশ যারা রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গ্যাজপ্রমের মাধ্যমেই রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের জন্য অর্থ পরিশোধ করে আমদানিকারকরা।

তাই এই ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাজ্য রাশিয়ার গ্যাস কিনতে পারবে না।

চলতি বছরের ৩১ মার্চ ‘অবন্ধুসুলভ দেশগুলো’কে রাশিয়ার গ্যাস কিনতে চাইলে  অর্থ পরিশোধের জন্য গ্যাজপ্রম ব্যাংকে বিশেষ রুবল ও বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট খুলতে হবে বলে এক ডিক্রি জারি করেন পুতিন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ