“‘যারা নিজেদের বেশি চালাক-চতুর মনে করেন তারা কিন্তু নিজেদের ঘরও বাঁধতে পারেন না “

*ভেনিসের সাংবাদিক সহকর্মীদের সাথে মাকসুদ রহমান*

ডেস্ক রিপোর্ট: সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান তার ফেসবুক আইডিতে ভেনিজ বাংলাদেশ প্রেসক্লাব নিয়ে একটি অসাধারণ লেখা লিখেছেন। লেখাতে যুক্তি যেমন রয়েছে তেমনি, আগামী দিনের করনীয় সম্পর্কেও ইঙ্গিত রয়েছে। আমরা স্বদেশ বিদেশ পত্রিকার পাঠকদের জন্য তার লেখাটি হুবহু প্রকাশ করছি:একজন যোগ্য নেতা ও তাঁর নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন যুগ। একজন মানুষের মাঝে যদি সঠিক নেতৃত্বের গুণাবলী থাকে – তবে একদল অযোগ্য লোককেও তিনি অনেক বড় অর্জনের দিকে নিয়ে যেতে পারেন। নেতৃত্বের আদর্শ ও উক্তি দুর্বলের বুকে সাহস যোগায়, অবিশ্বাসীর মনে বিশ্বাসের জন্ম দেয়।
ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব গঠনের পূর্বে এমন স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলো সবকিছু ।হঠাৎ উড়ে এসে জুড়ে বসা মানুষের জন্য সবকিছু নষ্ট হয়েছে। যারা নিজেদের বেশি চালাক চতুর মনে করেন, তারা কিন্তু নিজের ঘরও বাঁধতে পারে না। ওদের অযোগ্যতার জন্য আজ এতো কাঁদা ছোড়াছুড়ি। লজ্জাহীন, লজিকহীন মানুষগুলো ইতিমধ্যে সমাজে হাঁসির পাত্রে পরিনত হয়েছে। তারপরও যদি তাদের শিক্ষা হয়- আল্লাহ যদি হেদায়েত দান করেন।
তবে আমি আশাবাদী ও বিশ্বাস করি “মানুষ যতোই কাঁদা ছোড়াছুড়ি করুক না কেন, গোসলটা ঠিকই পরিস্কার পানিতে করেন”। তারপরও চাই অন্তত: প্রাণবন্ত সম্পর্ক নিয়ে এগিয়ে যাবে সচেতন সবাই, প্রবাসে এমন প্রত্যাশাই করছি মন থেকে…

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ